ভূমি রেকর্ড এবং ম্যাপ সেবা এখন সহজ
● পর্চা পেতে হলে ভূমি অফিসে আবেদন করতে হয় বা অনলাইনে https://porcha.gov.bd থেকে আবেদন করা যায়।
● নির্দিষ্ট ফি জমা দিয়ে পর্চা সংগ্রহ করা যায় ডাকযোগে অথবা সরাসরি।
● আবেদন করতে হলে:
– জমির দাগ নম্বর
– খতিয়ান নম্বর
– মৌজা ও জেলা তথ্য জানা থাকতে হবে।